আজকের ওয়াল স্ট্রিট জার্নাল এ রয়েছে রোমানিয়া-নিবাসী ক্যাপ্টেন ড্যান স্যান্ডু'র কথা। চল্লিশ বছর সমুদ্রযাত্রার অভিজ্ঞতার পর এবছর এপ্রিল মাসে সম্ভবতঃ তার শিডিউল্ড শেষ ভয়েজ-এ ভারত-এর কোনো এক বন্দর থেকে মালবাহী জাহাজ ভ্যান্টেজ ওয়েভ-এ বেরোনোর আগে সামান্য অসুস্থতা বোধ করেন ক্যাপ্টেন স্যান্ডু। স্ত্রীকে চিঠিতে লেখেন "চিন্তা কোরো না", লেখেন "সমস্ত কিছু ঠিক হয়ে যাবে"।
ঠিক হয়নি। এপ্রিল মাসের 19 তারিখেই মারা যান ক্যাপ্টেন।
শেষ পর্যন্ত, অক্টোবর মাসে, যখন তেরো নাম্বার দেশ সংযুক্ত আরব আমিরশাহী, ক্যাপ্টেনকে বন্দর এ নামিয়ে রোমানিয়া-তে তার শবদেহ পাঠানোর অনুমতি দেয়, তখনো পর্যন্ত প্রায় ছমাস মৃত অবস্থায় নাবিকদের ফল-সব্জির ডিপ ফ্রিজার এ মরণোত্তর সমুদ্রযাত্রা হয়ে গেছে ক্যাপ্টেন স্যান্ডু'র। বারোটি দেশে কপালে জুটেছে প্রত্যাখ্যান।
"সভ্যতা"/"মনুষ্যত্ব" ইত্যাদি নিয়ে জনৈক মনমোহন মিত্র'র গল্প ছবিতে বলার প্রক্রিয়া যেদিন শেষ হয় সেট-এ, রায়সাহেব নাকি ডিক্লেয়ার করেছিলেন "ব্যস, আমি আমার যা বলার ছিলো বলে দিয়েছি" (আক্ষরিক সংলাপ নয়, এর কাছাকাছি)।
ক্যাপ্টেন স্যান্ডু'র কিছু বলার আছে? যেহেতু সংসার সমুদ্রে বয়সোচিত কারণে আজকের এই গল্প পড়ার পর থেকে মাঝে মাঝে ওনার সাথে একাত্মতা বোধ করার সম্ভাবনা থাকছে, কখনো দেখা হলে জিজ্ঞাসা করতে ভুলবো না। তবে তা আর সবাইকে বলবো কি করে জানি না।