দিকভ্রান্ত, ঠিকানাভোলা
উদাসীন, মনখারাপি
ইমারত, ডিভাইডার আর মেশিনপত্রের ভিড়ে হাঁটতে হাঁটতে
অভ্যেস এর বশে পকেট হাতড়ে চমকে ওঠা
আর, দিন গুজরান এর নিত্যিনতুন তত্ত্বতালাশ।
বেলাশেষে একটা ছাত এর আশা,
পাবে?
সকালের আলোয় মুখ লুকোনো
রাতের কালোয় গিলে ফেলার ভয়
চোখের কালির আঢাকা অস্বস্তি
জল শুকোনো, কিন্তু কান্নার ভাপে ভেজা।
ছেলে ঘুমিয়ে পড়লো এতক্ষনে নিশ্চই,
পারবে ফিরতে?
সময় রাস্তা কেবলই এগোয়, ফুরোয়? না,
তবু কত লোকে বেরিয়ে পড়েছে আড় ভেঙে
শুধু বেরিয়ে পড়ার ছটফটে অভ্যেস এ
অথবা, বসে থাকতে, চেয়ে দেখতে, লজ্জা পেত বলে।
খুঁজছে, আরেক উদভ্রান্ত, জিরোবে একসাথে দুদন্ড,
দেখা হবে?
উদাসীন, মনখারাপি
ইমারত, ডিভাইডার আর মেশিনপত্রের ভিড়ে হাঁটতে হাঁটতে
অভ্যেস এর বশে পকেট হাতড়ে চমকে ওঠা
আর, দিন গুজরান এর নিত্যিনতুন তত্ত্বতালাশ।
বেলাশেষে একটা ছাত এর আশা,
পাবে?
সকালের আলোয় মুখ লুকোনো
রাতের কালোয় গিলে ফেলার ভয়
চোখের কালির আঢাকা অস্বস্তি
জল শুকোনো, কিন্তু কান্নার ভাপে ভেজা।
ছেলে ঘুমিয়ে পড়লো এতক্ষনে নিশ্চই,
পারবে ফিরতে?
সময় রাস্তা কেবলই এগোয়, ফুরোয়? না,
তবু কত লোকে বেরিয়ে পড়েছে আড় ভেঙে
শুধু বেরিয়ে পড়ার ছটফটে অভ্যেস এ
অথবা, বসে থাকতে, চেয়ে দেখতে, লজ্জা পেত বলে।
খুঁজছে, আরেক উদভ্রান্ত, জিরোবে একসাথে দুদন্ড,
দেখা হবে?