Wednesday, July 25, 2018

অল্প কল্প গল্প ১

'শুনছ?'

হুমমম...

'শুনছ?'

হুমমম...

'আরে একটা মিনি লগ আউট করো না মিনিট পাঁচেক এর জন্য ক্লাউডঅফিস থেকে!!'

উফফফ। দাঁড়াও। হুমম। এবারে বল।

'বলছি টেসলা থেকে টেলিপ্যাথিটর এ একটা সেনসেজ পাঠাল এইমাত্র।'

আবার সেই প্রাক একবিংশ যুগ এর কুমড়োর ছক্কার রেসিপি???!!! তোমার ব্রেন ম্যাপিং করে ওরা এইসবই তো পাঠাতে থাকে!!! আবার কুমড়ো আনতে য়্যামাজন ইথিওপিয়াতে অর্ডার দাও, গন্ডা গন্ডা পয়সা ভর হাইপারলুপ ডেলিভারির!

'ধেততেরি! সেসব না! ঘন্টু!'

সে ঘুমিয়েছে?

'হ্যাঁ, অনেকক্ষন, তবে ওকে নিয়েই সেনসেজ টা'

কি বলছে?

'বলছে একটা মেজর ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট রয়ে গেছে'

সে কি হে? টেসলার রোবোবেবি তে ডিফেক্ট? তবে যে কি সব জিরোসিগমা ফিগমা বলে বারফটটাই মারে?!!!

'শোনোই না! বলছে স্লিপ বাটন দিতেই নাকি ভুলে গেছে। খুব দুঃখপ্রকাশ করেছে আর বলেছে বদলে আনা যাবে বিনাখরচে, সাথে একটা রোবোডগি ফ্রি দেবে'

তুমি কি বল?

'অনেক ভাবলাম। কিন্তু তোমায় খুলেই বলি, এই প্রতিদিন ঘুমপাড়ানি গান গেয়ে ঘন্টুকে ঘুম পাড়াতে মন্দ লাগে না। তুমি কি বল?'

আমি? না, সে রাত্রে ঘুমোতে না চেয়ে চশমার ডাঁটি চেবালে রাগ হয় বটে, তবে পেছনে চাঁটা খেয়ে রাগ করে যখন ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে পড়ে তখন একঘর আদর আদর লাগে কিন্তু। ঘন্টা ওরমই থাক।

'ঠিক বলেছ, স্লিপ বাটন মাথায় থাক। বালাই ষাট আমাদের ঘন্টুর।'