
আলো নিভিয়ে দেবার চেষ্টা করছি
মন পুড়ে চলেছে অবিরাম অঝোর-ধারে
তার গনগনে ছটাই যথেষ্ট!
রাত শেষে ভোর নয়, ফিরে আসছে সন্ধ্যা
দিনের আলো কেড়ে নিয়েছে মানসিক গ্রহণে
ভোরের আশা-টুকুই নিখোঁজ।
বন্ধু থাকুক মনের দরজা’র বাইরে দাঁড়িয়ে
অভিমান আর অহংকারের দূরত্ব অনতিক্রম্য নয়
কিন্তু নাগালের বাইরে এখন।
অনেকগুলো হাত ছোঁয়ার ছিল
কিন্তু তাদের মনে থাকার অহংকার
নিজেকে একলা আলাদা করে দিল।
ঈশ্বর একটা ধারণা
ভালোবাসা মরেছে স্বেচ্ছামৃত্যু
পৃথিবী একমাত্র রুঢ় সত্যি ও বাস্তব।
হারিয়ে যাওয়া সহজ নয়
মন অনেক অক্ষম পরিণত এখন
শুধু স্রোতে ভাসার অভিনয় সম্বল।।