Sunday, June 21, 2009

বয়স




বয়স

কখনো দিবাস্বপ্নেরা মেলেছে ডানা
উড়ে গেছে নিষিদ্ধ সব প্রান্তরে
তুচ্ছ করেছে সীমাবদ্ধতার সব মানা
অন্তহীন আশা জমেছে অন্তরে।

চেতনাকে অবজ্ঞা করার সাহস রাখে অবচেতন
প্রৃথিবী ....... সে এক বিশাল আশার নাম
যাযাবর মন ওড়ায় বিজয়কেতন
সনাতন বাধা সেখানে ব্যর্থকাম।

বয়স মানেই একটা যুগান্তর
অপরিণতা একটা মধুর আশীর্বাদ
দায়বদ্ধতা সেখানে অবান্তর
মৃত্যুর থেকে বেশী জীবনের সাধ।

একটা বয়সে নিরাশাও হার মানে
ছোট্টো একটু পাওয়া ... দারুণ সুখী
দুঃখ তখন বিলাস হতেও জানে
চোখের কোণেতে বাষ্পের উঁকিঝুঁকি।

একদিন ছিল ভাবনাটা বড় খাঁটি
বয়স ওড়াত ধর্মের খড়কুটো
গল্প করত সবুজ ঘাস আর মাটি
মন পাড়ি দিত, রাস্তা যদিও ঝুটো।

আকাশেতে মেঘ আঁকতো আলপনা
কোলাহল ... ভিড় ... সাজতো চুপচাপ
রাস্তার সব ধুলোরা ভীষণ চেনা
ব্যকুলতা এক ভীষণ মধুর চাপ।

কখনো বয়স দারুণ পরিণত
নির্ভয়ে সে মোছাতে শিখেছে জল
সময় রেখেছে সময়কে সংযত
কেবল জড়তা করেছে প্রকাশকে হীনবল।

ব্যর্থতা শুধু আঘাত হানেনা যেনো
হতে পারে সে নিজেকে চেনার রূপ
জীবন এখানে বয়স বাড়ালো কেনো
প্রত্যাশাগুলো হয়েছিল নিশ্চুপ।

কখনো বয়স অবহেলা করে মন
প্রতারিত হয় শুদ্ধ স্বপ্নগুলো
মন খুঁজে চলে বিস্মৃতির সাধন
স্মৃতির আঙিনা যণত্রনাতে কালো।

অনেক বয়স অচেনাকে দেয় মন
দূরত্ব পারেনা বয়সকে দূর করতে
কখনো সময় গড়েছে ব্যবধান
তবুও বন্ধু আজও বিনা শর্তে।

আবার বয়স নিজের পথেই চলে
বয়স এসে বয়সের হাত ধরে
বিশ্বাস করে গোপন কথা বলে
অন্যায় সয়ে মনকে ব্যক্ত করে।

একটা বয়স বড্ড পরের তরে
দুঃখ শুষে নীল হয়ে যায় গলা
নিজের ভাবনা কেবল অদরকেরে
মসৃণ হোক বন্ধুর পথ চলা।

অনেক বয়স ভীষণ রোমাঞ্চময়
পাগল এসে পাগলকে ছুঁয়ে যায়
জীবন পারেনি মেলাতে দুটো সময়
বয়সের সাথে বয়স পথ হারায়।

একটা সময় দায়িত্বে খুব স্থির
বয়স পারেনি বাঁধন ছাড়াতে তার
বয়সে ছিল অকূল সমূদ্দুর
শক্ত হাতে মন করে গেছে পার।

এরই মধ্যে কখনো বয়স মন্দ
হেসে খুন করে বয়স নিষ্পাপ
কুটিল মনের লোভী যতগুলো ধন্দ
বেড়াবে বয়ে বয়সের অভিশাপ।

কিছুটা বয়স কাটল নির্বাসনে
জীবন বুঝল জীবনকে দরকার
আশারা আজো আশার স্বপ্ন বোনে
পথ চলা হয়েছে শুরু আবার।

যদিও বয়স স্থির আশ্রয় চায়
বয়সকে আজ বয়স পারে না দিতে
মনের ভিতরে কেবলি রক্তক্ষয়
করেছে শুরু বয়স শোধ নিতে।

একটা বয়স আজো আছে পথ চেয়ে
ভুলগুলো সব হঠাৎ হারাবে পথ
বয়স চলবে বয়সকে সাথে নিয়ে
বয়সকে ভেবে বয়স নেবে শপথ।।